ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় সুইডেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সুইডিশ রাষ্ট্রদূত এবং দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মূলত নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন।
সচিবের দেওয়া তথ্যানুযায়ী বৈঠকে প্রধান যে বিষয়গুলো আলোচনা হয়েছে–
- আপিল প্রক্রিয়া: নির্বাচন কমিশন ইতিপূর্বে শেষ হওয়া আপিল শুনানির পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেছে।
- গুজব প্রতিরোধ: সোশ্যাল মিডিয়ায় ‘মিস-ইনফরমেশন’ ও ‘ডিস-ইনফরমেশন’ (ভুল ও অপতথ্য) হ্যান্ডেল করার জন্য কমিশন কী কী পদক্ষেপ নিচ্ছে, রাষ্ট্রদূত সে বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন।
- নিরাপত্তা পরিকল্পনা: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে সুইডিশ প্রতিনিধিদের ধারণা দেওয়া হয়েছে।
- সহযোগিতার প্রস্তাব: নির্বাচনে কমিশনের কোনো বিশেষ সহযোগিতার প্রয়োজন আছে কি না, রাষ্ট্রদূত সে বিষয়েও জানতে চেয়েছেন।
ইসি সচিব আরো জানান, আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। সারাদেশ থেকে তথ্য আসার পর সেগুলো যাচাই ও কম্পাইল করতে সময় লাগবে, যা আগামীকাল বিস্তারিত জানা যাবে।
এছাড়া, নির্বাচন সম্পর্কে কমিশনের বিস্তারিত অবস্থান জানাতে আগামী ২৫ জানুয়ারি একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে বলেও জানান সচিব আখতার আহমেদ।