Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ভোটারদের ‘পোস্টাল ভোট’ শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১১:৪৬

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ভোট প্রদানের প্রক্রিয়া শুরু হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

‎ভোট প্রদানের নিয়মাবলী: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রবাসী ভোটাররা আজ বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ আসনের প্রার্থীদের নাম ও প্রতীক দেখে নিতে পারবেন। প্রার্থীরা কে কোন প্রতীক পেয়েছেন তা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা এই অ্যাপের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার পর আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আপনার নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট সম্বলিত হলুদ খামটি জমা দিতে হবে।

বিজ্ঞাপন

নিরাপত্তা ও গোপনীয়তা: ভোটের সুরক্ষা নিয়ে ভোটারদের আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় এবং আধুনিক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। ফলে একজনের ভোট অন্য কারো দেওয়ার সুযোগ নেই এবং ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তা পূর্ণাঙ্গভাবে বজায় থাকবে।

উল্লেখ্য, এবারই প্রথম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রবাসীদের জন্য ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আরও সহজতর ও সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

বিপিএল খেলতে ঢাকায় উইলিয়ামসন
২১ জানুয়ারি ২০২৬ ১১:৩৯

আরো

সম্পর্কিত খবর