Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলবে জনগণ: আখতার হোসেন

‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৮:০৯

আখতার হোসেন।

‎ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা ‘না’ ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না, বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।

‎বুধবার (২১ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎জাতীয় পার্টির কঠোর সমালোচনা

আখতার হোসেন জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তারা স্বৈরাচারী ছিল এবং তারা চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে উত্তরণ ঘটুক। জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই তারা এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।’

‎আইনশৃঙ্খলা ও জুলাই সনদ

বিজ্ঞাপন

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডগুলো পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন,
‎ফ্যাসিবাদের দোসর ও গণহত্যার সাথে জড়িতদের গ্রেফতার না করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। পুলিশ বাহিনীকে শুরু থেকেই ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছেন তারা।

‎তিনি আরও বলেন, ‘৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ যে একনায়কতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে নিষ্পেষিত হয়েছে, তারা তা থেকে মুক্তি চায়। জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করে, যার মূল উপাদানগুলো রয়েছে ‘জুলাই সনদে’। তাই জুলাই সনদ বাস্তবায়নে আমাদের সবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকা উচিত।’

‎সাংবাদিকদের প্রতি আহ্বান

‎নির্বাচনি প্রচারণা নিয়ে শঙ্কার কথা জানিয়ে আখতার হোসেন আইনশৃঙ্খলা বাহিনীকে যে-কোনো পরিস্থিতি সাহসের সাথে মোকাবিলা করার আহ্বান জানান। একইসঙ্গে সাংবাদিকদের সকল প্রকার ভয়ভীতি, পেশিশক্তি ও অর্থের প্রলোভন উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করেন।

‎এর আগে, রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে তিনি তার নির্বাচনি এলাকার জন্য আনুষ্ঠানিক প্রতীক গ্রহণ করেন।


বিজ্ঞাপন

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর