Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়হীন নির্বাচনের লক্ষে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: খাদ্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৯:০১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:২৪

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার

কুষ্টিয়া: খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে কোন পরিস্থিতিতে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই জাতীয় ব্যাপার যাতে না ঘটে, দেশ যাতে স্থিতিশীল থাকে। তার জন্য যে সংস্কার করা প্রয়োজন। বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তার পক্ষে যাতে দেশের জনগণ থাকে।’

বিজ্ঞাপন

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘গণভোট ও যেন সকলে অংশগ্রহণ করেন এবং ভোট দেন। ভোটে বিঘ্ন যারা ঘটাতে চাই তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদি চিহ্নিত কোনো অপরাধী থাকে আগে থেকে পুলিশ তাকে পিকআপ করে নিবে।’

নির্বাচনি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভোটে বিঘ্ন ঘটাতে দিব না ইনশাআল্লাহ। লোকাল প্রশাসনও দিবে না। এখানে পুলিশের পাশাপাশি রেড অব সিভিল পাওয়ার আর্মি থাকবে, বিজিবি থাকবে ও আনসার থাকবে।‘

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় বক্তব্য দেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জসিম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
২১ জানুয়ারি ২০২৬ ২০:২২

আরো

সম্পর্কিত খবর