Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রয়োদশ নির্বাচনে ১৬৯৬ জনই প্রথমবার প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:২১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ফাইল ছবি

ঢাকা: এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ১৯৮১ জন প্রার্থীদের মধ্যে এক হাজার ৬৯৬ জন প্রার্থী প্রথমবার নির্বাচন করছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

ড. ইফতেখারুজ্জামান জানান, প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছরের ১০ দশমিক ৬৩ শতাংশ, ৩৫ থেকে ৪৪ বছরের ১৯ দশমিক ২৯ শতাংশ, ৪৫ থেকে ৫৪ বছরের ২৮ দশমিক ৫০ শতাংশ, ৫৫ থেকে ৬৫ বছরের ২২ দশমিক ৪৩ শতাংশ, ৬৫ বছরের বেশি ১৬ দশমিক ০৬ শতাংশ এবং বয়স উল্লেখ নাই ৫ দশমিক ০৬ শতাংশ।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এবার জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ৮৭ শতাংশ এবং স্বতন্ত্র ১৩ শতাংশ। প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশের বেশি প্রার্থী মূল পেশা বিবেচনায় ব্যবসায়ী। আইন ও শিক্ষক পেশা হিসেবে দেখিয়েছেন যথাক্রমে ১২ দশমিক ৬১ এবং ১১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী।

ইসলামপন্থী দলের বিষয়ে তিনি বলেন, ‘এবার নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড় আকারে। মোট প্রার্থীর ৩৬ ভাগের বেশি ইসলামপন্থী দলগুলোর। বিগত পাঁচ নির্বাচনের মধ্যে এই হার সর্বোচ্চ। প্রতিবারের মতো এবারো নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে বর্তমানে মামলা আছে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। আর অতীতে মামলা ছিল ৭৪০ জন বা ৩১ দশমিক ৬৪ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর