Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া ইতিবাচক হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬ ২১:০৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং পরবর্তী সময়ে দিল্লির অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের সংবেদনশীলতার জায়গাগুলো ভারত পর্যাপ্তভাবে বিবেচনা করেনি এবং শেখ হাসিনার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক ছিল না।

সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান টানাপোড়েন, শেখ হাসিনার অবস্থান এবং দুই দেশের ভবিষ্যৎ কূটনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘ভারত বাংলাদেশের সংবেদনশীল বিষয়গুলোকে পর্যাপ্তভাবে বিবেচনা করেনি। শেখ হাসিনা ভারতে গেছেন এবং তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল তিনি সেখানে থাকাকালীন এমন কোনো বিবৃতি দেবেন না যা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক।’

বিজ্ঞাপন

দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি মন্তব্য না করলেও বর্তমান পরিস্থিতির সীমাবদ্ধতা স্বীকার করে নেন। তিনি বলেন, ‘সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে কি না তা নিয়ে আমি মন্তব্য করব না। তবে এই সরকারের আমলে সম্পর্ক যেমন হওয়া উচিত ছিল, তেমনটি হয়নি। আমাদের একে অপরের সঙ্গে আরও বেশি যোগাযোগ করা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো উচিত ছিল।’

দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। তিনি বলেন, ভৌগোলিক ও রাজনৈতিক কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দুই দেশই আরও ইতিবাচক পদক্ষেপ নিয়ে সম্পর্ককে শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ
২২ জানুয়ারি ২০২৬ ২০:২৩

আরো

সম্পর্কিত খবর