Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের পূর্ণ আস্থা রয়েছে: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৪:২০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৬:০১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে শতভাগ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

‎রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

‎সিইসি জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক কর্মপরিকল্পনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নেয়া পদক্ষেপগুলো কূটনীতিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী প্রস্তুতি নিয়েছি, তার সমস্ত প্রক্রিয়া তাদের জানিয়েছি। তারা আমাদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে স্বচ্ছ নির্বাচনের বিষয়ে তারা নির্বাচন কমিশনের ওপর খুবই আস্থাশীল।’

‎নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি নির্বাচনি মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে কূটনীতিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এখানে লুকোচুরির কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন আয়োজন করা। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন, ‎নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং অব. ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা।

‎নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর