ঢাকা: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নিরাপত্তার স্বার্থে তার নিযুক্ত সশস্ত্র রিটেইনারকে (নিরাপত্তা রক্ষী) বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
ওই চিঠিতে জানানো হয়েছে, বগুড়া-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে তার নিরাপত্তার জন্য একজন সশস্ত্র রিটেইনার নিয়োগ করেছেন। প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ওই রিটেইনারকে নির্বাচনি এলাকায় বৈধ অস্ত্রসহ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কমিশন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কমিশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।