Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:১৫

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে ৮১টি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। পরবর্তীতে সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি বিস্তারিত জানানো হয়।

কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচন পরিচালনার জন্য বিশাল এক কর্মীবাহিনী নিয়োগ করা হয়েছে। সরাসরি দায়িত্ব পালন করবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। এদের মধ্যে রয়েছে- ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন পোলিং অফিসার, ১৫,০০০ পোস্টাল ভোটের কর্মকর্তা,

বিজ্ঞাপন

ইসির তথ্যানুযায়ী পর্যবেক্ষক রয়েছেন- ৮১টি দেশি নিবন্ধিত সংস্থা, ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক ও প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।

এদিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে বলে ব্রিফিংয়ে জানান কমিশনার সানাউল্লাহ।

ব্রিফিং শেষে নির্বাচন কমিশনার কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা সম্পর্কে তাদের আশ্বস্ত করেন কমিশনার সানাউল্লাহ। তিনি দৃঢ়ভাবে জানান, নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর