ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের নির্বাচনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- খায়রুন নাহার খানম ও মো. তাজুল ইসলাম।
রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ইসির আইন শাখার উপসচিব (আইন) ছানাউল্ল্যাহ্ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তারা ইসিতে আপিল করলে কমিশন শুনানি শেষে তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচী অনুযায়ী পাবনা-১ (সাথিয়া-বেড়া) ও পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের তফসিল অনুযায়ী, গত ১৮ জানুয়ারি রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১৯ জানুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ ছিল। আর এই আপিল নিষ্পত্তি করা হয় ২৫ জানুয়ারি।
এরপর আগামীকাল ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। প্রচারণা শেষ ১০ ফেব্রুয়ারি রাত ১২টায় আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
পাবনা-১ আসন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:২১
২৫ জানুয়ারি ২০২৬ ২২:২১
সারাবাংলা/এনএল/এসএস