Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১-১২ ফেব্রুয়ারি নির্বাহী ছুটি, ১০ তারিখ বিশেষ ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪২

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা:‎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী ছুটি ও ভোটারদের যাতায়াতের সুবিধার্থে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

‎রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকায় ওইদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। তবে ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াত সহজ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের দিন অর্থাৎ বুধবারও (১১ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

‎এর ফলে সাধারণ চাকরিজীবীরা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিন ছুটির সুযোগ পাচ্ছেন।

‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা যাতে নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য তাদের জন্য মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশেষ ছুটি বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা ৩ দিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) ছুটি ভোগ করবেন।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, এই ছুটির আওতায় দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে। ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই সাধারণ ছুটি কার্যকর হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর