Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ভোটারদের ডাকযোগে ভোটদান: দেশে পৌঁছেছে ২১ হাজার ব্যালট

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১২:১১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১২:৩৩

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) ডিজিটাল উদ্যোগ ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। ইতোমধ্যে দেশের বাইরে থাকা সাড়ে ২১ হাজার ভোটারের পোস্টাল ব্যালট বাংলাদেশে পোঁছেছে।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২১ হাজার ৫০৮ পোস্টাল ব্যালট বাংলাদেশে পোঁছেছে। চার লাখ ২৫ হাজার ৭৮৮ প্রবাসী ভোট দিয়েছেন। এরমধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোট দেওয়া শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

‎বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে এ ব্যালট পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার সকাল পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ প্রবাসী।

‎এদিকে প্রবাসীদের ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে পাঠাতে বলেছে কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছালেই কেবল সেটি ভোট গণনায় যুক্ত হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ভোটারদের ট্র্যাকিং এবং ভোটদান প্রক্রিয়া সহজ হওয়ায় এবার প্রবাসীদের অংশগ্রহণ অন্য যেকোনো সময়ের তুলনায় সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে সকল ব্যালট দেশে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে কমিশন।

‎‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

‎দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ওই দিন পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

‎উল্লেখ্য, ভোটাররা যাতে নির্ভুলভাবে তাদের ব্যালট পেপার পূরণ করে সঠিক সময়ে ডাকযোগে পাঠাতে পারেন, সেজন্য কমিশনের পক্ষ থেকে প্রতিনিয়ত অ্যাপের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হচ্ছে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো