ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতির কার্যালয় থেকে ইতোমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাষ্ট্রপতি এবার ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে ডাকযোগে নিজের ভোট দেবেন।
সচিব বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে এ সংক্রান্ত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। তবে সেবার ভোট দিয়েছিলেন প্রথাগত বা অ্যানালগ পদ্ধতিতে। এবার নির্বাচন কমিশন ‘আইটি সাপোর্টেড’ বা আধুনিক প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোট পদ্ধতি চালু করেছে। ফলে এই প্রক্রিয়ায় ভোটারদের প্রথমেই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর এই নতুন পদ্ধতিতে এবার ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত দেশে এবং বিদেশে অবস্থানরত ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।