ঢাকা: ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি নির্দিষ্ট কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ফের ডাউনলোডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বুধবার (২৮ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক সমস্যার কারণে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্দিষ্ট কিছু রেজিস্ট্রেশন নম্বরের প্রবেশপত্রে মুদ্রণ ত্রুটি দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জটি হলো ১১০২৫১০১ থেকে ১১০২৬৭৪০।
এই রেঞ্জের অন্তর্ভুক্ত যেসব পরীক্ষার্থী এরই মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদের বিপিএসসির ওয়েবসাইট থেকে নতুন করে সঠিক প্রবেশপত্রটি সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যম ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা নিচের ওয়েবসাইটগুলো থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন: ১. www.bpsc.gov.bd ২. bpsc.teletalk.com.bd
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে ৫০তম বিসিএস-২০২৫ এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৫০তম বিসিএস
দেড় হাজার পরীক্ষার্থীর প্রবেশপত্র ফের ডাউনলোডের নির্দেশ
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪
২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪
সারাবাংলা/এনএল/পিটিএম