Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০তম বিসিএস
দেড় হাজার পরীক্ষার্থীর প্রবেশপত্র ফের ডাউনলোডের নির্দেশ

‎স্টাফ করেসপন্ডেন্ট‎
২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪

বাংলাদেশ সরকারি কর্মকমিশন। ফাইল ছবি

ঢাকা: ‎৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি নির্দিষ্ট কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ফের ডাউনলোডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

‎বুধবার (২৮ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক সমস্যার কারণে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্দিষ্ট কিছু রেজিস্ট্রেশন নম্বরের প্রবেশপত্রে মুদ্রণ ত্রুটি দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জটি হলো ‎১১০২৫১০১ থেকে ১১০২৬৭৪০।

‎এই রেঞ্জের অন্তর্ভুক্ত যেসব পরীক্ষার্থী এরই মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদের বিপিএসসির ওয়েবসাইট থেকে নতুন করে সঠিক প্রবেশপত্রটি সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

‎প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যম ‎ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা নিচের ওয়েবসাইটগুলো থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন: ১. www.bpsc.gov.bd ২. bpsc.teletalk.com.bd

‎উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে ৫০তম বিসিএস-২০২৫ এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো