ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিকদের পেশাগত কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো।
রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে এই সমস্যার সমাধান না হলে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা জানান।
এ সময় নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, ‘সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও কমিশন তা আমলে নেয়নি। এখন আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কার্ড ও স্টিকারের জন্য একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপটি মোটেও ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) নয়। এটি বর্তমানে যেমন ভোগান্তি বাড়াচ্ছে, ভবিষ্যতেও বড় জটিলতা তৈরি করবে।’
তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী রোববারের মধ্যে সমাধান না এলে সাংবাদিক নেতারা বৈঠক করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য যে অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে, তা মোটেও ব্যবহার উপযোগী নয়। এতো অল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত নয়।’
সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশন সমস্যার কথা স্বীকার করেছে। অনলাইন পদ্ধতি বাদ দিয়ে আগের মতো সহজ নিয়মে কার্ড প্রদান করার বিষয়ে আগামী রোববারের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে কমিশন। সমাধান না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব।’
ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম, কার্ড জটিলতা না মিটলে কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি
স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৯
২৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৯
সারাবাংলা/এনএল/এইচআই