ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিদেশের বাংলাদেশের সকল দূতাবাসের প্রধানদের ওপরে মিশন ত্যাগ না করতে বিধি নিষেধ আরোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী মিশন প্রধানরা নির্বাচনের আগে পরে মিশন ত্যাগ করতে পারবেন না।
সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) থেকে বিদেশে সকল বাংলাদেশ মিশনে (অনারারি কনস্যুলেট ব্যতিত) একটি চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মিশন প্রধান আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরিপ্রেক্ষিতে, সকল রাষ্ট্রদূত/হাইকমিশনার/স্থায়ী প্রতিনিধিদের নির্বাচন এবং গণভোটের আগে এবং তার পরপরই তাদের মিশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, বিদেশে এবার প্রথম বারের মতো পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। এই ভোট গ্রহণ ও দেশে পাঠানোর লক্ষ্যে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।