চকবাজারে আগুন: আহতদের প্রধানমন্ত্রীর অনুদান
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৬
।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় আহত ১১ জনকে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা হস্তান্তর করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কনফারেন্স রুমে রোগী ও তাদের স্বজনদের হাতে এই টাকা তুলে দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
অনুদান হিসেবে প্রত্যেক রোগীর পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।
টাকা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন- শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন ও বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে আসেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বর্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, গতকাল প্রধানমন্ত্রী বার্ন ইউনিটে আসেন চকবাজারে দগ্ধদের দেখতে। তখন তিনি বলেছিলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৯ জন এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ১১ জনের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এ সহায়তা তাদের চিকিৎসা ব্যয়ের বাহিরে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনা ৬৭ জন নিহত হয়। আহত হন প্রায় অর্ধশতাধিক।
সারাবাংলা/এসএসআর/এমএইচ