বাংলাদেশকে চিনতে হলে আগে বঙ্গবন্ধুকে জানতে হবে: আইজিপি
২৭ মার্চ ২০১৯ ২০:১৭
ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশকে জানতে হলে, বাংলাদেশেকে চিনতে হলে আগে বঙ্গবন্ধুকে জানতে হবে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথিরে বক্তব্যে আইজিপি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন, জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ পাকিস্তানি বাহিনীর ট্যাংকের বিরুদ্ধে লড়াই করে অসীম সাহস দেখিয়েছেন। বঙ্গবন্ধুর সেই ভাষণে শুধু পুলিশ বাহিনী না সাধারণ মানুষও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে আজ এ সোনার বাংলাদেশ। তাই তরুণ প্রজন্মকে অবশ্যই বাংলাদেশ সম্পর্কে জানতে হলে আগে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।’
পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, ‘দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশ থেকে জঙ্গি ও মাদক দূর করতে হবে। আজ আমাদের পুলিশ বাহিনী এ কাজটি খুব আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।’
তাই পুলিশের কাজকে আরও বেগবান করতে দেশের মানুষের সহযোগিতা চান তিনি।
আইজিপির বক্তব্যের আগে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, পুলিশ হেডকোর্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
সারাবাংলা/এসএইচ/একে