Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারে হতাহত আর কেউ নেই: ফায়ার সার্ভিস


২৯ মার্চ ২০১৯ ১৫:২১ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৫:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে হতাহত আর কেউ অবশিষ্ট নেই বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। টাওয়ারের বিভিন্ন ফ্লোর ত্ল্লাশি শেষে শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

শাহজাহান সারাবাংলাকে বলেন, ‘গতকাল তল্লাশি শেষ করতে করতে রাত সাড়ে ১২টা বেজে যায়। বেশি রাত হওয়ায় তল্লাশি বন্ধ রাখা হয়। তবে শুক্রবার ভোর ৬টা থেকে ফের তল্লাশি চালানো হয়। দুপুর ১টা পর্যন্ত আমরা ভেতরে তল্লাশি চালাই। সেখানে আর কাউকে পাওয়া যায়নি।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘টাওয়ারের বিভিন্ন ফ্লোরে অফিসিয়াল কাগজপত্র রয়েছে। এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য পুলিশকে বলা হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ছয়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/একে

আগুন এফআর টাওয়ার বনানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর