এফআর টাওয়ার মালিকের মমত্ববোধ নেই: নাসিম
৩০ মার্চ ২০১৯ ১৫:৩৬
ঢাকা: বনানীর এফআর টাওয়ারের মালিকের কোনো মমত্ববোধ নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আগুনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নাসিম এ মন্তব্য করেন।
শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে বার্ন ইউনিটে যান তিনি। নাসিম এ সময় আহত রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
আহতদের দেখে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘বিল্ডিং কোড না মেনে ১৮ তলার জায়গায় ২৩ তলা বানিয়েছে। মালিকও চিহ্নিত হয়েছেন। তার ভেতরে কোনো মমত্ববোধ নেই। অর্থের বিনিময়ে কাজ করেছে, শুধু ভবন তৈরি করেছে। এই ভবনের বাইরে যাওয়ার কোনো সিঁড়ি নেই। ওই টাওয়ার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অব্যবস্থাপনা প্রসঙ্গে নাসিম বলেন, ‘এটি দীর্ঘদিন ধরে চলছে। বেশি কথা না বলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত তদন্ত করে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। হাইকোর্ট, উকিল ও বিচারপতিদের বলব, এই সমস্ত আইন অমান্যকারীদের যেন উৎসাহী না করে। অনেক উকিল টাকা খেয়ে আইন অমান্যকারীদের পক্ষে কাজ করেন।’
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘যারা আগুনের ঘটনায় মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আহতদের সুস্থ করতে চিকিৎসকরা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘ঘটনার পর থেকে চারজন বার্ন ইউনিটে ভর্তি আছেন। আজ (শনিবার) সকালে সাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও দুইজন এসেছেন। তাদের সবারই শ্বাসনালী পোড়া। এর মধ্যে দুইজনের অবস্থার উন্নতি হয়েছে, দুইজনকে আজ ছেড়ে দেওয়া হবে।’
বার্ন ইউনিটের সমন্বয়ক জানান, ঢাকা মেডিকেলের আইসিইউতে রেজোয়ান আহমেদ নামে একজন ভর্তি আছেন। তার শরীরের কয়েক জায়গায় ভাঙা আছে। তার অবস্থা স্থিতিশীল। তবে ওই রোগী শঙ্কামুক্ত নন বলে জানান এই চিকিৎসক।
সারাবাংলা/এসএসআর/একে
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের সুবিধায় ৪ জায়গায় রাখা হবে মরদেহ
তদন্ত রিপোর্ট অনুয়ায়ী কাজ না করায় ফের আগুন
হত্যাকাণ্ড হিসেবেই দায়ীদের বিরুদ্ধে মামলা: শ ম রেজাউল
এফআর টাওয়ার থেকে ২৫ লাশ উদ্ধার: গুলশান ডিসি
বুকের ভেতর আছে মস্তবড় কলিজা
বনানীর এফআর টাওয়ারে আগুন, প্রতি মুহূর্তের আপডেট
সিঁড়ি না পাঠালে মারা যাবো