Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের কাছেই ভাড়া বাসায় উঠেছেন ওবায়দুল কাদের


৬ এপ্রিল ২০১৯ ১৭:১২

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে মাউন্ড এলিজাবেথ হাসপাতালের কাছেই এক ভাড়া বাসায় উঠেছেন। আপাতত এখান থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার ফলোআপ চিকিৎসা চলবে।

শনিবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

এক মাস চিকিৎসা শেষে ‍শুক্রবার (৫ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়া পান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এখনই তিনি দেশে ফিরতে পারছেন না। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।

সিঙ্গাপুর থেকে ওই চিকিৎসক জানান, শুক্রবার বিকেল ৩টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয়। উনি সুস্থ আছেন। উনার হার্ট, ব্লাড প্রেশার, ডায়াবেটিস সবই ভালো আছে। দুই তিন সপ্তাহ পরে পরবর্তী ফলোআপ চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।

সারাবাংলা/এমএমএইচ/একে

ওবায়দুল কাদের সিঙ্গাপুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর