চাকরি পেলেন সেই বেকার বাবা
১২ মে ২০১৯ ১৮:২১
ঢাকা: শিশু সন্তানের জন্য অনৈতিকভাবে দুধ সংগ্রহ করতে গিয়ে ধরা পড়া সেই বেকার বাবাকে চাকরি দিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।
রোববার (১২ মে) বিকেল ৪টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলামের কার্যালয়ে বেকার সেই বাবার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ সময় সুপারশপ স্বপ্নের হেড অব মার্কেটিং কর্মকর্তা তানিম করিমসহ স্বপ্নের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (১০ মে) রাতে স্বপ্নের একটি আউটলেট থেকে অনৈতিকভাবে দুধ সংগ্রহ করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন অভাবগ্রস্ত ওই বাবা। পরে তাকে পুলিশের কাছে হাজির করা হয়।
রাজধানীর ব্যস্ততম এক এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা সম্পর্কে জানতে পারেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলাম। এরপর তিনি ঘটনাটি জানিয়ে তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ায় তা নজরে পড়ে সুপারশপ স্বপ্নের নির্বাহী পরিচালক (সিইও) সাব্বির হাসান নাসিরের। তার নির্দেশে চাকরি দেওয়ার জন্য সেই অসহায় বাবার সঙ্গে স্বপ্ন কর্তৃপক্ষ যোগাযোগ করে।
অভাবগ্রস্ত সেই বাবার নতুন চাকরি বিষয়ে পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আজ স্বপ্ন কর্তৃপক্ষ সেই বাবার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে। সোমবার (১৩ মে) শিক্ষাগত সনদপত্রসহ তাকে স্বপ্নের নির্বাহী পরিচালকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। সেখানে তার যোগ্যতা অনুযায়ী পদায়ন ও বেতন-ভাতা ঠিক করা হবে।’
সারাবাংলা/ইউজে/একে