প্রধানমন্ত্রীর নির্দেশে আরও আড়াই লাখ টন ধান কিনছে সরকার
১১ জুন ২০১৯ ১৯:৫৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেওয়ায় আরও আড়াই লাখ মেট্রিক টন ধান সরকারি উদ্যোগে কেনা হচ্ছে। আগে সরকার দেড় লাখ টন কেনার সিদ্ধান্ত নিলেও প্রধানমন্ত্রীর নির্দেশের পর নতুন সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ফলে এ মৌসুমে সরকারিভাবে সারাদেশের কৃষক থেকে মোট চার লাখ মেট্রিক টন ধান কেনা হবে।
বোরো মৌসুমের নির্ধারিত দাম ১০৪০ টাকা মণেই এ ধান কেনা হবে।
মঙ্গলবার (১১ জুন) খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ধান কেনার বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সংবাদ সম্মেলনে এ সময় তার সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ ছাড়া সংবাদ সম্মেলনে খাদ্য সচিব শাহবুদ্দিন আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা ১৯ লাখ ৬০ হাজার মেট্রিক টন। বর্তমানে গুদামে মজুদ আছে ১৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য। প্রধানমন্ত্রী নির্দেশনা মতো আমরা আরও আড়াই লাখ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে কিনব। কৃষক যেন ন্যায্যমূল্য পান এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধান কেনার নির্দেশ দিয়েছেন। কৃষকরা যেন লাভবান হন সেই প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সিদ্ধান্ত ছিল এ মৌসুমে ১২ লাখ মেট্রিক টন চাল ও দেড় লাখ টন ধান কেনার। কিন্তু এবার বোরো ধান বেশি উৎপাদন হওয়ায় কৃষকরা ধানের দাম বেশি পাচ্ছেন না। তাই কৃষককে লাভবান করার জন্য আড়াই লাখ টন ধান কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী দেড় লাখ টন ধানের মধ্যে ৩০ হাজার মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কিনতে পেরেছি। যে কৃষকের কাছ থেকে ধান আগে কেনা হয়েছে তার কাছ থেকে দ্বিতীয়বার কেনা হবে না।’
এবার বোরো মৌসুমে সরকার ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, দেড় লাখ টন আতপ চাল এবং দেড় লাখ টন বোরো ধান এবং ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেয়। ২৫ এপ্রিল থেকে প্রতিকেজি ধান ২৬ টাকা এবং প্রতি কেজি চাল ৩৬ টাকায় কিনবে সরকার।
সারাবাংলা/ইএইচটি/একে
আরও পড়ুন
ধান ক্রয়ে রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী
ধানের দাম কমে যাওয়া গ্রহণযোগ্য নয়: কৃষিমন্ত্রী
৩০০ টাকা মণেও মিলছে না ধানের ক্রেতা
‘কৃষকের সমস্যার সমাধান না করে ধান কাটার নাটক চলছে’
ধান কেনা নিয়েও ‘মসকরা’ করছে সরকার
রাস্তায় ধান ছিটিয়ে কৃষকের প্রতিবাদ