Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমান গুরুত্ব পাচ্ছে বগুড়া-৬ আসনের উপনির্বাচন: সিইসি


১৯ জুন ২০১৯ ১৪:৪২ | আপডেট: ১৯ জুন ২০১৯ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম নূরুল হুদা এ কথা বলেন।

নির্বাচনের পরিবেশ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, ‘নির্বাচনী প্রচার ও পরিবেশ ভালো রয়েছে। আমরা আশা করি এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এখানে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বিরাজ করছে।’

সিইসি বলেন, ‘এখানে আচরণবিধি মানার প্রবণতা ইতিবাচক। যারা ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন তারা অতীত অভিজ্ঞতা থেকে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসেন তা হলে প্রশাসনের ভার অনেকটাই কমে যায়। আশা করছি, এ আসনে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।’

বিজ্ঞাপন

বগুড়া-৬ আসনের উপনির্বাচন জমেছে ভোটের লড়াই

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয় এর সচিব মো. আলমগীর, সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম ব্যবহার করে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১৪১ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষে লড়ছেন জি এম সিরাজ।

সারাবাংলা/এসএমএন/একে

জিএম সিরাজ টপ নিউজ টি জামান নিকেতা বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর