Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না শিক্ষকরা


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনের ৭ম দিনে একথা জানিয়েছেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল।

জাফর ইকবাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের ২৬ হাজার ১শ ৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন।

তবে ঘোষণা অনুযায়ি সব শর্ত পূরণ করার পরও প্রায় ৪ হাজার ১ শ ৫৯ টি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি।

তিনি বলেন, টানা সাত দিন ধরে শিক্ষকরা রাস্তায় পড়ে আছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া নেই। আমাদের দাবির প্রতি কারো কোনো দায় নেই। আমরা মরতে হলে রাস্তায়ই মরবো। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

অনশনে শুক্রবার পর্যন্ত ১৯১ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে শিক্ষক নেতারা জানিয়েছেন।

সারাবাংলা/এআই/এমএস

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর