Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়: দুদক চেয়ারম্যান


১৮ জুলাই ২০১৯ ১৮:১২

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, জেলা প্রশাসকরা জানতে চেয়েছেন দুর্নীতি প্রতিরোধের জন্য কী করণীয়। দুর্নীতি দমন কমিশনের বড় কাজ হলো দুর্নীতি প্রতিরোধ করা। দমন করা অনেক পরের বিষয়। আমাদের কাজ মামলা করা না। দুর্নীতি হয়ে গেলে কমিশন থাকার দরকার কী? ডিসিদের বলেছি, দুর্নীতি দমনের জন্য আমাদের যে সব প্রোগ্রাম আছে সেগুলোর বাস্তবায়ন করতে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দুদক চেয়ারম্যান বলেন, ‘পেনাল কোডে বলা আছে, সরল বিশ্বাসে কৃতকর্ম কোনো অপরাধ নয়। কিন্তু শর্ত হলো সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই থাকে। অবশ্যই সেটি প্রমাণ করতে হবে।’

জেলা প্রশাসকদের সম্মেলন প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি প্রতিরোধের জন্য তারা কাজ করবেন। বিশেষ করে প্রাইমারি ও হাইস্কুলে মানসম্মত শিক্ষা, মূল্যবোধসম্পন্ন শিক্ষা যদি দেওয়া না হয় তাহলে কোনো উন্নয়ন টেকসই হবে না। উন্নয়ন টেকসই করতে হলে স্কুলের বাচ্চাদের সুনাগরিক করে গড়ে তুলতে হবে। কারণ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দুর্নীতিমুক্ত মানসিকতার দরকার হবে। প্রাইমারিতে যেন মানসম্মত ও মূল্যবোধ শিক্ষা দেওয়া যায় সেটি তারা দেখবেন। আমরা সততা স্টোরসহ যে সব উদ্যোগ নিয়েছি সেখানে তারা সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন।’

ডিসিরা মাঠ পর্যায়ে দুর্নীতি কমিশনের হয়ে কাজ করবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘ডিসিরা জেলার সার্বিক বিষয় তত্ত্বাবধান করে থাকেন। তারা মাঠ পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের হয়ে কাজ করবেন। দুর্নীতি দমন কমিশনের কোনো গাফিলতি ও দুর্নীতি পেলে আমাদের অবহিত করতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইকবাল মাহমুদ ডিসি সম্মেলন দুদক কমিশনার দুর্নীতি দমন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর