Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজবের উৎপত্তিস্থল দুবাই


২৫ জুলাই ২০১৯ ০৩:২৭

ঢাকা: একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এর পোস্ট শেয়ার করা হচ্ছে। পিটিয়ে হত্যার ঘটনা গুজব থেকে। আর এই গুজবের উৎপত্তিস্থল দুবাই। পুলিশ প্রধান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এক সংবাদ সম্মেলনে বুধবার (২৪ জুলাই) এই তথ্য জানান।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত গুজব প্রতিরোধে এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘ছেলেধরার গুজবে দেশজুড়ে গণপিটুনির ঘটনায় এখন পর্যন্ত ৩১টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি ওয়েব পোর্টাল বন্ধ করা হয়েছে। মামলা হয়েছে ৩১টি। গ্রেপ্তার করা হয়েছে ১০৩ জনকে। এ সকল ফেসবুক একাউন্ট ও ইউটিউব লিংকের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল।’

পুলিশ প্রধান আইজিপি ড. জাভেদ পাটোয়ারী বলেন, ‘যাদের গ্রেপ্তার করেছি তাদের কয়েকজনের পরিচয় খুজতে গিয়ে আমরা দেখিছি, তাদের মধ্যে সরকার বিরোধী রাজনীতি করার লিঙ্ক আমরা খুজে পাচ্ছি।’

সারাবাংলা/জেআইএল

আরও পড়ুন

গুজব রটালে কঠোর ব্যবস্থা: আইজিপি

গুজব ছেলেধরা গুজব টপ নিউজ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর