ঢাকা: বিভিন্ন ইস্যুতে গুজব রটনার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১০০ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা পদ্মাসেতু চায় না, তারাই পদ্মা সেতুতে মানুষের মাথা দরকার বলে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছে। যারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে গুজব তুলেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গুজব তুলে পদ্মাসেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না।’
দেশে জঙ্গিদের কর্মকাণ্ড প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জঙ্গিদের মূল পুরোপুরি উৎপাটন করা সম্ভব হয়নি। লুকিয়ে থাকা জঙ্গিরাই বিচ্ছিন্নভাবে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এখানে বিদেশে কোনো জঙ্গির সংশ্লিষ্টতা নেই।’
মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গি দমন কার্যক্রম অব্যাহত রয়েছে। ধীরে ধীরে জঙ্গিবাদ শূন্যের ঘরে নেমে আসবে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।’
‘পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে না পারে সে জন্য সতর্কতাবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সারাবাংলা/একে