Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন কানাডীয় হাইকমিশনার


১৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশনার বেনোয়া প্রেফন্তে। মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনে নিজ দপ্তরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এমন প্রশংসা করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পরিকল্পনা মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। তিনি বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন তথ্য উপস্থাপন করে বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। সরকারের বিনিয়োগ বান্ধব বিভিন্ন কর্মসূচির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক দেশে পরিণত হয়েছে। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে আরো বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে সাক্ষাৎকালে বাংলাদেশে কানাডার বিনিয়োগের আহবান জানান।

বিজ্ঞাপন

বেনোয়া প্রেফন্তে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করে জানান, কানাডা সরকার পিপিপি ভিত্তিক বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কানাডা সরকারের আগ্রহের কথাও তিনি ব্যক্ত করেন।

এসময় নিজ দেশে নিপীড়নের মুখে বাংলাদেশে চলে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন কানাডার রাষ্ট্রদূত।

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর