Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজে পুরুষতান্ত্রিক চিন্তাধারার পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী


৩১ মার্চ ২০১৮ ১৭:১২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা: নারী শিক্ষার প্রসারে সরকারের উপবৃত্তি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এর ফলে সমাজে পুরুষতান্ত্রিক চিন্তা ধারায়ও পরিবর্তন আসছে। শনিবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন: শিক্ষায় করণীয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’  শীর্ষক দুই দিনব্যাপী ওই  সেমিনারটির আয়োজন করে  ঢাবির শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে। ছেলেদের তুলনায় মেয়েদের অগ্রগতি ঈর্ষণীয়। প্রাথমিকে ৫১ শতাংশ ও মাধ্যমিকে ৫৩ শতাংশ মেয়েরা পড়াশোনা করছে। সরকার উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মায়েদের কাছে পৌঁছে দিচ্ছে। এতে করে বিদ্যালয়ে ঝরে পড়া কমছে।

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, সরকার নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আগামীতে বাংলাদেশ জ্ঞান রপ্তানী করবে। এ জন্য সরকার দেশের বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ওপর জোর দিচ্ছে।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. শরীফা খাতুন। এ সময় তিনি জানান, সেমিনারে ১১৩টি  শিক্ষা বিষয়ক মৌলিক গবষণা উপস্থাপন করা হবে।
যার মধ্য দিয়ে বাংলাদেশে টেকসই উন্নয়নে শিক্ষার ভূমিকা, শিক্ষাক্ষেত্রে করণীয় এবং শিক্ষাক্ষেত্রের সম্ভাবনার বিষয়টি উঠে আসবে।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনেস্কোর ঢাকা অফিসের প্রধান মিসেস খালদুন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি পরিষদের সদস্য অধ্যাপক ড. মো. ইউসুফ আলী মোল্যা, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেইন, বাংলাদেশ ইনভেসমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর