Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নপূরণের পথে আরও একধাপ মেট্রোরেল [ছবি]


২৯ আগস্ট ২০২১ ২৩:৫৮

যানজটে নাকাল ঢাকায় স্বপ্ন হয়ে এসেছিল মেট্রোরেলের ঘোষণা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছে রাজধানীবাসী। না, এখনো মেট্রোরেলের কাজ শেষ হয়নি। তবে রাজধানীবাসীর সেই মেট্রোরেলের স্বপ্ন এগিয়ে গেছে পূরণের পথে আরও একধাপ। দিয়াবাড়ির ডিপো থেকে শুরু করে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনে ভায়াডাক্টের ওপর দিয়ে চলাচল করেছে মেট্রোরেল। যাত্রী পরিবহনের জন্য সবকিছু ঠিক আছে কি না, এই পরীক্ষামূলক চলাচলের মাধ্যমে সেই পর্যবেক্ষণের প্রথম ধাপ এগিয়ে গেল।

বিজ্ঞাপন

রোববার (২৯ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন। এসময় আগামী বছরেই এমআরটি-৬ তথা দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলাচলের সূচনা করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের সূচনালগ্নের ছবি ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/টিআর

এমআরটি-৬ ওবায়দুল কাদের ডিএমটিসিএল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরীক্ষামূলক চলাচল মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর