Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের ৫০— স্মৃতিসৌধে ঢল, উন্নত আগামীর প্রত্যাশা [ছবি]


১৬ ডিসেম্বর ২০২১ ২২:২৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২৩:৪৩

সকাল থেকেই স্মৃতিসৌধে আসতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ

একাত্তরের ১৬ ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে জায়গা করে নেওয়া বাংলাদেশে তখন মুক্তির উল্লাস। চূড়ান্ত বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের ৫০ বছর পূর্ণ হলো। সেই ক্ষণে একাত্তরের বীর শহিদদের শ্রদ্ধা জানাতে তাই সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামল মানুষের ঢল। নারী-পুরুষ, শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ নির্বিশেষে সবাই হাজির হলেন। কারও হাতে ফুল, কারও হাতে পতাকা। মাতৃভূমিকে স্বাধীন করতে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধায় আনত জাতি।

বিজয়ের এই ৫০ বছরে এসে অনেক আক্ষেপ আর হতাশা রয়েছে অনেকেরই। এর মধ্যেও প্রাপ্তিটুকুতেই বড় করে দেখতে চান অনেকে। বলছেন, ৫০ বছরের বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে, সেখান থেকেই যাত্রা শুরু হবে পরের পঞ্চাশের। এই ৫০ বছর যদি হয় জাতির রাজনৈতিক-অর্থনৈতিক হিসাবের ভিত্তি গড়ার, পরের ৫০ বছর হবে সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সমৃদ্ধির। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বলছেন, সেই সমৃদ্ধির অগ্রযাত্রায় তারা দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত। তাদেরও পরের প্রজন্ম যারা, তাদেরও গড়ে তুলতে চান দেশপ্রেমের বোধে।

বিজ্ঞাপন

সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর