Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২২ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদের

ঢাকা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বুধবার (৫ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় ক্রিকেটার, কোচ, ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। এই বিজয়ে বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। নিউজিল্যান্ডের মাঠেই বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয় উজ্জীবিত করবে আগামী দিনের ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করে বলেন, পরবর্তী ম্যাচেও বিজয়ের এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর