ঈদ মৌসুমে সদরঘাট এমনই জনবহুল, কোলাহলমুখর।
ঈদ। তাই যেতেই হবে বাড়ি। দেশের দক্ষিণাঞ্চলের সেই ঈদযাত্রা এখন অনেকটাই নির্বিঘ্ন হয়েছে পদ্মা সেতুর কল্যাণে। তারপরও ওই অঞ্চলের মানুষদের কাছে এখনো জলপথই যাতায়াতের অন্যতম প্রধান উপায়। ঈদযাত্রাতেও দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলের জেলাগুলোর দিকে ধাবমান লঞ্চগুলোতে তাই এখন উপচে পড়া ভিড়। লঞ্চের কেবিন থেকে শুরু করে ডেক, ছাদ— কোথাও যেন তিন ধারণের জায়গা নেই। সদরঘাট এখন তাই ভীষণ কর্মচঞ্চল।
সদরঘাট ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
-
-
ঘাট থেকে লঞ্চে উঠছেন যাত্রীরা।
-
-
কানায় কানায় পূর্ণ যাত্রী নিয়ে লঞ্চ ছুটছে বাড়ির পথে।
-
-
লঞ্চচালকের কেবিনের সামনের অংশটুকু ছাড়া কোথাও যেন একটু ফাঁকা জায়গা নেই।
-
-
ছুটছে লঞ্চ, একটু একটু করে এগোচ্ছে গন্তব্যের দিকে।
-
-
হাজারও মানুষের দৃষ্টি সামনের দিকে, ভাবনা একটাই— বাড়ি।
-
-
লঞ্চের ওপরে যে যেভাবে পেরেছেন, জায়গা করে নিয়েছেন।
-
-
নদীর বুক কেটে এগিয়ে যাচ্ছে লঞ্চ, সেখানকার যাত্রীদের অপেক্ষায় হয়তো বাড়িতে অপেক্ষার প্রহর গুনছেন বাকিরা।
-
-
ঈদ মৌসুমে সদরঘাট এমনই জনবহুল, কোলাহলমুখর।
-
-
সেখানে সবার মধ্যেই যেন কেবলই ব্যস্ততা।
-
-
ওদিকে সারি সারি লঞ্চ, অপেক্ষার প্রহর গুনছে কখন ছুটবে যাত্রী নিয়ে।
-
-
লঞ্চের ডেক, যাত্রাপথে যেন যার যার মতো করে ছোট্ট সংসার।
-
-
সদরঘাটে তখনো লঞ্চে ওঠার অপেক্ষায় হাজার হাজার যাত্রী।
-
-
তাদের বয়ে নিতে লঞ্চগুলোও প্রস্তুত। কেবল যাত্রী তো নয়, তারা যে বাড়ি বয়ে নিয়ে যাচ্ছে আনন্দ!
ঈদযাত্রা
টপ নিউজ
লঞ্চ যাত্রা
সদরঘাট