তবু যেতেই হবে বাড়ি | ছবি
১০ এপ্রিল ২০২৪ ১০:৪৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৪:৩৯
নাড়ির টান হোক আর বৎসরান্তের বিরতিই হোক— ঈদ মানেই বাড়ির পথে যাত্রা। রাজধানী ঢাকার কর্মব্যস্ত জীবন থেকে সামান্য কদিনের বিরতি। তাই যে যেভাবে পারছেন, ছুটে চলেছেন বাড়ির পথে। বাস, ট্রাক, লঞ্চ, ট্রেন— সবখানেই মানুষের উপচে পড়া ভিড়। এর মধ্যে ট্রেনে যারা টিকিট করতে পেরেছেন, তারা সৌভাগ্যবান। যারা টিকিট পাননি, তাদের কী উপায়? না, তাদেরও বাড়ির পথে ঈদযাত্রা থমকে নেই। বরং ট্রেনের ছাদে চড়ে বা গেটের সামনে ঝুলে হলেও তারা সামিল হয়েছেন ঈদযাত্রায়। তাতে রয়েছে মারাত্মক ঝুঁকি। কিন্তু বাড়ি ফেরার টানের কাছে সে ঝুঁকিকেও তারা উপেক্ষা করছেন অবলীলায়।
ঝুঁকিপূর্ণ ট্রেনযাত্রার ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- বাড়ি যেতেই হবে। টিকিট না পেয়ে অবস্থান তাই ট্রেনের ছাদে।
- কোনোমতে ট্রেনে উঠে বসার সুযোগ মিলেছে, যাত্রাপথ পাড়ি দিতে হবে এভাবেই।
- ভীষণ ঝুঁকি, তবু চড়তে হবে ট্রেনে, যেতে হবে বাড়ি।
- ট্রেনের দুই বগির মাঝে একটু ঠাঁই।
- ঈদের সময় ট্রেনে স্বাভাবিকভাবে ওঠা-নামার সুযোগই মেলে না।
- অনেককেই এরকম ঝুঁকি নিয়ে চড়তে হয় ট্রেনে।
- দরজায় সুযোগ নেই, তাই জানালা দিয়েই ট্রেনে ওঠা।
- ছাদভর্তি যাত্রী, যেন ভেতরের চেয়ে ছাদেই যাত্রী বেশি!
- ট্রেনের দরজা, যে জায়গাটি দিয়ে ওঠানামা অসম্ভব প্রায়।
- আর সে কারণেই জানালা দিয়ে ওঠার প্রাণান্ত চেষ্টা।
- শেষ পর্যন্ত ওঠা গেছে ট্রেনে, তাই মুখে স্বস্তির হাসি।