Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণের আনন্দ, তিমির বিনাশের প্রত্যয় | ছবি


১৪ এপ্রিল ২০২৪ ১৪:৫৯

পাখিসহ নানা ধরনের দেশীয় অনুষঙ্গও ছিল এ শোভাযাত্রায়।

নতুন বঙ্গাব্দ ১৪৩১। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আবাহন। সারা দেশই সে বঙ্গাব্দকে বরণের উৎসবে মেতেছে। রাজধানী ঢাকার কথা বলাই বাহুল্য। রমনার বটমূলে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হওয়া ছায়ানটের বর্ষবরণের আয়োজন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় মঙ্গল শোভাযাত্রা— পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দে সামিল রাজধানীবাসী। মেয়েদে শাড়ি কিংবা ছেলেদের পাঞ্জাবি— সব খানেই সাদা-লালেরই প্রাধান্য। শিশু থেকে বৃদ্ধ— বাঙালির একান্ত আপন এই উৎসবে পিছিয়ে নেই কেউই।

রাজধানীর রমনা ও ঢাবির চারুকলা ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

চারুকলা ছায়ানটের অনুষ্ঠান ঢাবি চারুকলা পহেলা বৈশাখ বঙ্গাব্দ বরণ বর্ষবরণ বৈশাখি মেলা মঙ্গল শোভাযাত্রা রমনার বটমূল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর