Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাকে ডাকাতি: ৬ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ আদেশ দেন।

সাত আসামি হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে।

এ ঘটনার পরদিন ভুক্তভোগী আবু বকর শনিবার মামলা করেন। পরে আসামিদের গ্রেফতার করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসআর
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে এসিআই
৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

আরএফএল গ্রুপে কাজের সুযোগ
৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩২

আরো