বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক-অথনৈতিক সম্পর্ক উন্নয়ন প্রধান লক্ষ্য: পাকিস্তানের হাই কমিশনার
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অথনৈতিক সম্পর্কের উন্নয়ন এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এক সভায় তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ ‘রিসেন্ট ডাইনামিকস অব পাকিস্তান-বাংলাদেশ রিলেশনস’ শীর্ষক এ সভার আয়োজন করে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন কিংবা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে আমাদের গত ১৬ বছরের স্থবিরতা মাথায় রাখতে হবে। কূটনীতিক হিসেবে এখন আমার প্রধান লক্ষ্য হলো দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন। গত কয়েক মাসে এ সম্পর্ক উন্নয়নে আমরা অনেকগুলো কাজ করেছি।’
‘পাকিস্তান যেতে বাংলাদেশীদের ভিসার জন্য আর হাই কমিশনে যাওয়ার প্রয়োজন হবে না। এ অবস্থায় আমি বলতে চাই, সার্কের পুনরুজ্জীবন খুবই গুরুত্বপূর্ণ। সার্ক বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এটি বাংলাদেশের আইডিয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আমার আলাপ হয়েছে, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা হয়েছে।’
সৈয়দ আহমেদ মারুফ আরও বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি শিক্ষা নিয়েও কাজ করছে। পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালযয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৩০০ স্কলারশিপ ওপেন করা হয়েছে।’
চবি’র রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহফুজ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আলাউদ্দিন মজুমদার, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ভূঁইয়া মো. মনোয়ার কবির, অধ্যাপক আনোয়ার হোসেন মিজি, অধ্যাপক আক্কাস আহমদ, এজিএম নিয়াজ উদ্দিন, অধ্যাপক বখতেয়ার উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
সারাবাংলা/এমআর/এসআর
চট্টগ্রাম পাকিস্তানের হাই কমিশনারের সভা বাণিজ্যিক-অথনৈতিক সম্পর্ক সারাবাংলা