Thursday 27 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন সফরের ফোকাস চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আনা: প্রেস সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৬:৫১

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সারাবাংলা

ঢাকা: চীনা বিনোয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসার বিষয়টিই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন, পুরো ফোকাসটি থাকবে চায়নিজ ইনভেস্টর, যারা গ্লোবালি ডমিনেট করছেন; তাদেরকে বাংলাদেশে আনা।’

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে ‘এলডিসি গ্রাজুয়েশন: ইমপ্যাক্টস অন এগ্রো সেক্টর এক্সপোর্ট ডাইভারসিফিকেশন অ্যান্ড দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

বিজ্ঞাপন

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতির বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এতে প্যানেল আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর মহাসচিব আশরাফুল হক চৌধুরী।

রফতানি বহুমুখীকরণ না হওয়ার বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এই সরকার চাচ্ছে এই যায়গা থেকে বের হয়ে আসতে। পোশাকের বাইরে অন্য পণ্য রফতানির প্রসার ঘটাতে। প্রফেসর ইউনূস ইইউ এর কাছে বলেছে, তোমরা এখানে হালাল ফ্যাক্টরিগুলো করো। হালালের ম্যানুফেকচারিং হাব করো। উনি চায়না যাচ্ছেন, পুরো ফোকাসটি থাকবে চায়নিজ ইনভেস্টর, যারা গ্লোবালি ডমিনেট করছেন; তাদেরকে বাংলাদেশে আনা। উনি একটি দেশের প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে যতোটা বৈঠক করছেন, তারও বেশি বৈঠক করছেন বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে। সবার কাছে একই মেসেজ, মেসেজটা হচ্ছে বাংলাদেশ এখন রেডি ফর বিজনেস। আপনারা আসেন। আপনারা এখানে ফ্যাক্টরি স্থাপন করুন।

বিজ্ঞাপন

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূস প্রচুর জব দিতে চান। বাংলাদেশকে ম্যানুফেকচারিং হাব বানাতে চান। ম্যানুফেকচারিং হাব বানাতে যেয়ে যেসব ধরণের বাঁধা রয়েছে, সেটি কিভাবে দূর করা যায়, সেই কাজগুলো চলছে। কোথায় কোথায় বাধা আছে, কি কি করলে অর্থনীতির আরও উন্নতি ঘটবে, সেই কাজগুলো চলছে। তবে আমরা জানিনা, এই কাজগুলো আমাদের অন্তর্বর্তী সরকার করে যেতে পারবে কিনা। সরকার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাবেন, সেখান থেকে বাংলাদেশের অর্থনীতি একটি টেক অফে যেতে পারবে। বাংলাদেশেকে অন্য উচ্চতায় নিতে হলে যে ধরণের ডাইভারসিফিকেশন করা দরকার, বাংলাদেশকে যেভাবে ম্যানুফেকচারিং হাব করা দরকার, সেভাবেই এখন কাজ চলছে।

শফিকুল আলম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রচ্ছন্ন বাণিজ্য যুদ্ধ হচ্ছে। আমরা যেনো তার সুবিধা নিতে পারি, সে বিষয়ে কাজ চলছে। তিনি আরও বলেন, যে করেই হোক চট্রগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। প্রত্যেক দিন চট্রগ্রাম পোর্টের সক্ষমতা ও কার্যকলাম মনিটরং করা হচ্ছে। এই বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

ইআরএফ চীন সফর প্রেস সচিব বিনিয়োগ

বিজ্ঞাপন

সিলেটে ছেলের হাতে বাবা খুন
২৭ মার্চ ২০২৫ ২১:৫১

আরো

সম্পর্কিত খবর