Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য লন্ডন গেলেন ড. খন্দকার মোশাররফ হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১১:৩২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৩:১৮

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি লন্ডনে চিকিৎসা গ্রহণ করবেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেছেন। তার সঙ্গে সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন এবং ছেলে ড. খন্দকার মারুফও থাকবেন।

এর আগে ১২ আগস্ট সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার দোয়া নেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ইতোমধ্যে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এমপি

চিকিৎসা ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি লন্ডন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর