Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ শাখার নেতাদের নিয়ে ছাত্রদলের জরুরি সভা আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১০:২৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৩:১৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি মতবিনিময় সভা আহ্বান করেছে।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টায় এ মতবিনিময় সভার আহ্বান করা হয়। এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর শাখার ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ এবং উল্লিখিত চার শাখায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের সদস্যরা এই বৈঠকে অংশ নেবেন।

সভায় সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর