ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিসহ চলমান সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় সাতদিনের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশের জনগণ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। তাই বিএনপি সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায়। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন।’
ফখরুল আরও বলেন, ‘যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলের সিদ্ধান্ত। কিন্তু বিএনপি মনে করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সম্ভব।’
এ সময় তিনি ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘বিএনপি চায় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে সব শিক্ষার্থী অংশ নিতে পারবে।’
এর আগে, শারীরিক অসুস্থতার কারণে মির্জা ফখরুল সস্ত্রীক থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে ফের দলীয় কার্যক্রমে যোগ দিচ্ছেন।