ঢাকা: দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন, “অনেকে উসকানি দেওয়ার চেষ্টা করছেন। আগামী নির্বাচন ঝুঁকিতে পড়লে বাংলাদেশও বড় ঝুঁকিতে পড়বে। দয়া করে এই ফাঁদে পা দেবেন না।”
বুধবার জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ষাটের দশক থেকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব গড়ে উঠলেও তা স্থায়ী হয়নি। “২৪ আন্দোলনে নতুন প্রজন্ম সামনে এসেছে। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যে ছাত্র-যুবকরা উঠে এসেছে, তারা দেশের জন্য নতুন সম্ভাবনা এনেছে। কিন্তু তাদের সমালোচনা শুরু হয়ে গেছে, যা হতাশাজনক।”
তিনি অভিযোগ করেন, তরুণ নেতৃত্বকে বিকাশের সুযোগ না দিয়ে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করায় তাদের সম্ভাবনা নষ্ট হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কার্যক্রম ও সময়সূচি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যারা উসকানি দিচ্ছেন, তারা আসলে ভোট পিছিয়ে দিতে চাইছেন। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়বে।”
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট, সীমান্ত সমস্যা ও অভ্যন্তরীণ অস্থিরতা দেশের নিরাপত্তাকে নাজুক করে তুলেছে। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
“নির্বাচন প্রক্রিয়া বিপর্যস্ত হলে শুধু রাজনৈতিক নেতারা নয়, সাধারণ মানুষও বড় ঝুঁকিতে পড়বেন। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষাই এখন প্রধান চ্যালেঞ্জ।” — যোগ করেন সাইফুল হক।