Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনের খেলায় মেতেছে আওয়ামী দোসররা: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২১:৫৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঢাকা: দেশে নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী দোসররা খুনের খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। গত মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষকদলের সাবেক সভাপতি খবির উদ্দিন সরকারকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে না পেরে দেশে খুন-খারাবির মতো লোমহর্ষক খেলায় মেতে উঠেছে। পশুর চেয়েও হিংস্র আওয়ামী দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ পুরোপুরি নিরাপদ নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খুন-খারাবির মাধ্যমে ঘাপটিমারা দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। খবির উদ্দিন সরকারকে নির্মমভাবে হত্যা করা তারই জঘন্য বহিঃপ্রকাশ।’

বিএনপি মহাসচিব সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সন্ত্রাসীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তা না হলে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে। দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে, তাহলেই প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।”

খবির উদ্দিন সরকারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

এদিকে, পৃথক এক বিবৃতিতে খবির উদ্দিন সরকারকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তারাও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সারাবাংলা/এফএন/এমপি

আওয়ামী দোসর নৈরাজ্য সৃষ্টি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর