Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ছাড়া দেশের অবস্থা খারাপের দিকে যাবে: পিন্টু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৯:০৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য অনেকেই চেষ্টা করছে। নির্বাচন পিছিয়ে দেওয়ারও চেষ্টা চলছে। কিন্তু মনে রাখতে হবে—একটি নির্বাচিত সরকারই দেশকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে পারে। নির্বাচন ছাড়া এ দেশের অবস্থা খারাপের দিকেই যাবে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাবেক শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে যারা চক্রান্ত-ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। বাংলাদেশের মানুষ এখন সচেতন। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করব, যাতে সঠিক সময়ে নির্বাচন হয়। সরকারও নির্বাচন সঠিক সময়ে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। আমরা সে ব্যাপারে সচেতন ও সক্রিয় থাকব।’

অনুষ্ঠানে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার প্রমুখ।

সারাবাংলা/এমপি

আব্দুস সালাম পিন্টু নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই
১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

আরো

সম্পর্কিত খবর