Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু ও হল সংসদ নির্বাচন: সাইবার অপরাধে কঠোর ব্যবস্থা

ঢাবি করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে প্রচারণার সময় প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের ঘটনা ঘটছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও অপপ্রচারের চেষ্টা চলছে, যা মানবাধিকার পরিপন্থী।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ডাকসু আচরণবিধি টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও নেয়া হবে।

রিটার্নিং কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সারাবাংলা/কেকে/এমপি

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় সাইবার অপরাধ হল সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর