Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির আন্তর্জাতিক সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২

জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে আন্তর্জাতিক সেল গঠন করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং সহ-সম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক অঙ্গনে দলের অবস্থান সুদৃঢ় করা এবং নীতিনির্ধারণী কার্যক্রমে বিদেশি অভিজ্ঞতা কাজে লাগানোই হবে এই সেলের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর