Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির আন্তর্জাতিক সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে আন্তর্জাতিক সেল গঠন করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং সহ-সম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক অঙ্গনে দলের অবস্থান সুদৃঢ় করা এবং নীতিনির্ধারণী কার্যক্রমে বিদেশি অভিজ্ঞতা কাজে লাগানোই হবে এই সেলের মূল লক্ষ্য।

সারাবাংলা/এফএন/এমপি

আন্তর্জাতিক সেল এনসিপি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বিজ্ঞাপন

তালের পায়েস
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭

আরো

সম্পর্কিত খবর