খুলনা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে খুলনার রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে ইমতিয়াজ আলী সুজন নিজেকে রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়ে ভোটারের সঙ্গে ফোনে কথা বলছেন এবং ছাত্রদল প্যানেল আবিদ-হামিম-মায়েদ পরিষদ এর পক্ষে ভোট চেয়েছেন।
ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি জানার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
ছাত্রদল জানিয়েছে, কোনো ধরনের সাংগঠনিক অনুমোদন ছাড়া প্রচারণা চালানো দলীয় শৃঙ্খলার পরিপন্থি। তাই সংগঠনের স্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে তাকে বহিষ্কার করা হয়েছে।