Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই শেষ হলো ডাকসু নির্বাচন, চলছে ভোট গণনা

ঢাবি করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই। দিনভর চারটি প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা ভোট কারচুপি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ইনসানিয়াতের ভিপি প্রার্থী শিবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে টিএসসি কেন্দ্রের সামনে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকায় ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা ভোটে দলীয় প্রভাব বিস্তার করেছেন। তারা বলেন, মৌখিকভাবে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর একই কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ পালটা অভিযোগ করেন। তিনি দাবি করেন, রোকেয়া হলের এক শিক্ষার্থীর ভোট আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামে দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী প্যানেলের প্রার্থী আব্দুল কাদেরও অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, একুশে হলে একজন পোলিং অফিসারকে ভোট দিতে গিয়ে ধরা পড়ে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া রোকেয়া হলেও শিক্ষার্থীর ভোট আগেই দেওয়া হয়েছে।

একই ধরনের অভিযোগ করেন ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, ‘কার্জন হলে একজন নির্বাচন অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই ঘটনা আড়াল করতে টিএসসি কেন্দ্রে নতুন নাটক সাজানো হয়েছে। কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

অন্যদিকে, স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে দুটি লিফলেট শেয়ার করে অভিযোগ করেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের বাইরে এবং বুথের ভেতরে শিবির-সমর্থিত তালিকা ছড়িয়ে দেওয়া হয়েছে। একই প্যানেলের জিএস প্রার্থী আস সাদী ভূইয়াও বিকেল সাড়ে ৩টার দিকে অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচন আয়োজন করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর