ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজধানীর শাহবাগে ঢাবি অভিমুখী মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ থেকে একটু এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে বেরিগেট দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এর সামনেই বিভিন্ন শ্রেণি বয়সের অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে। তারা বেরিগেট দিয়ে ভেতরে ঢুকার অপেক্ষায় রয়েছেন।
এখানে কেন এসেছে – এ বিষয়ে উপস্থিতি অনেকের সঙ্গে কথা বললে তারা জানান, ডাকসু নির্বাচন দেখতে এসেছেন। স্বাধীন দেশে নির্বাচন কেমন হয় সেটাই তারা দেখছেন।
এদিকে, বহিরাগতদের উপস্থিতি ঘিরে কড়া নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। তারা মাইকিং করে লোকজনকে চলে যেতে বলছেন এবং কার্ড ছাড়া যেন কেউ ভেতরে প্রবেশ না করে সে বিষয়েও সতর্ক করে দিচ্ছেন।
এদিন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় ভোট গণনা।নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন।